odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
রাজধানীর গুলিস্তানে বিপণিবিতানের গুদামে আগুন, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণে

গুলিস্তানের খদ্দর বাজারে আগুন: ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:৫৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আটতলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে আনা হয়েছে

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে, অর্থাৎ ৫টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম দল। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে

দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় আশপাশের এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ও যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: