odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ইসরায়েলি বাহিনীর কবলে পশ্চিম তীরের কাবাতিয়া: বাড়ি দখল ও কঠোর লকডাউন

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৫ ১৬:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৫ ১৬:৫২

অধিকারপত্র ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া (Qabatiya) শহরে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন বাড়ি দখল করে সেগুলোকে সামরিক পোস্টে রূপান্তর করা হয়েছে এবং পুরো এলাকায় কঠোর লকডাউন জারি করা হয়েছে।

অভিযানের মূল কারণ:
সম্প্রতি ইসরায়েলের ভেতরে একটি হামলার ঘটনায় দুই ইসরায়েলি নিহত হওয়ার পর এই অভিযান শুরু হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, কাবাতিয়াতে "সন্ত্রাসীদের আস্তানা" নির্মূল করতে সেনাবাহিনী

জোরপূর্বক অভিযান চালাচ্ছে।
জনসাধারণের ভোগান্তি ও ক্ষয়ক্ষতি:
* বাড়ি দখল: ইসরায়েলি সেনারা বেশ কিছু ফিলিস্তিনি বাড়ি দখল করে সেখানে স্নাইপার মোতায়েন করেছে এবং সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।
* অবরোধ ও কার্ফিউ: শহরের প্রবেশপথগুলো মাটির স্তূপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের ওপর অনির্দিষ্টকালের কার্ফিউ জারি করা হয়েছে।
* অবকাঠামো ধ্বংস: সামরিক বুলডোজার দিয়ে শহরের রাস্তাঘাট খুঁড়ে ফেলা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
* গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ: স্থানীয় একটি স্কুলকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে সেনারা। এখন পর্যন্ত অন্তত ৫০ জন বাসিন্দাকে আটক করার খবর পাওয়া গেছে।

মানবিক পরিস্থিতি:
স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে "যৌথ শাস্তি" (Collective Punishment) হিসেবে অভিহিত করেছেন। শহরের মেয়র আহমেদ জাকারনাহ জানিয়েছেন, দুই দিনের এই অভিযানে শহরের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি অচল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: