odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে নেতাকর্মীদের উচ্ছ্বাস

দেড়যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৫ ২২:১৮

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৫ ২২:১৮

প্রতিনিধি, অধিকারপত্র ডটকম

দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি গুলশানের বাসা থেকে গাড়িবহর নিয়ে নয়াপল্টনের উদ্দেশে রওনা হন।

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও ভিড়ের কারণে কার্যালয়ের সামনে প্রবেশ করতে বিকাল ৪টা বেজে যায়। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাকে স্বাগত জানান দলের শীর্ষ নেতারা। তারেক রহমানের আগমন উপলক্ষে নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

 বর্ণিল সাজ ও স্লোগানে মুখর নয়াপল্টন

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নেতাকর্মীরা তার নাম ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিন পর দলীয় প্রধানের কার্যালয়ে উপস্থিতিকে বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন অনেকে।

 কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নয়াপল্টনে তারেক রহমানের আগমনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলীয় কার্যালয়ে প্রবেশাধিকার সীমিত রাখা হয় এবং সাধারণ নেতাকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পুরো কেন্দ্রীয় কার্যালয় এলাকা ঘিরে রাখে সিএসএফ এবং নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়।

দলীয় সূত্র জানায়, রাজনৈতিক পরিস্থিতি ও জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: