odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা | বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক: ‘বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি’

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৪০

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

শেখ হাসিনা বলেন, “আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি মরহুমার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানসহ পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন এবং তাঁদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: