odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
র‍্যাব পরিচয়ে ফোন করে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় যৌথ অভিযানে আটক

র‍্যাব পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে প্রতারণা: গোদাগাড়ীতে মূলহোতা মারুফ গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ৪ January ২০২৬ ১৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৪ January ২০২৬ ১৩:৫৪

রাজশাহী প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মোঃ মারুফ হোসেনকে (২৯) গ্রেফতার করেছে র‍্যাব। রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাইপাস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৫ (রাজশাহী) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জানুয়ারি ২০২৬ বিকেল সাড়ে পাঁচটার দিকে এই অভিযান পরিচালনা করে।

 ঘটনার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে ফোন করে এক ব্যক্তি নিজেকে র‍্যাব কর্মকর্তা পরিচয় দেন। ফোনে তিনি জানান, র‍্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালানো হবে এবং এজন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন।

বিশ্বাস করে ভুক্তভোগী চেয়ারম্যান অভিযুক্তের দেওয়া ডাচ-বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে ৫ লাখ টাকা পাঠান। টাকা পাওয়ার পর থেকেই ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় এবং প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়।

মামলা ও অভিযান

এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে ১ জানুয়ারি ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা (মামলা নং–০৫) দায়ের করেন। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

তদন্তের একপর্যায়ে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-৫ ও র‍্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়ে মারুফ হোসেনকে গ্রেফতার করে।

স্বীকারোক্তি ও বর্তমান অবস্থা

র‍্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মারুফ হোসেন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন। তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব জঙ্গিবাদ, অস্ত্র, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। এই অভিযানটিও সেই ধারাবাহিকতার অংশ বলে জানানো হয়।

প্রতিবেদন:
মোঃ রবিউল ইসলাম মিনাল
রাজশাহী জেলা প্রতিনিধি
৪ জানুয়ারি ২০২৬



আপনার মূল্যবান মতামত দিন: