odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
মাদুরো গ্রেপ্তারের পর কে এই ডেলসি রদ্রিগেজ, যিনি এখন কার্যত ভেনেজুয়েলার নেতৃত্বে?

মাদুরো আটক, ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রে ডেলসি রদ্রিগেজ

odhikarpatra | প্রকাশিত: ৪ January ২০২৬ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ৪ January ২০২৬ ২৩:৪৪

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে আটক হওয়ার পর দেশটির রাষ্ট্রক্ষমতার ভার কার্যত এসে পড়েছে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট অনুপস্থিত বা অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন।

শনিবার ভোরে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডেলসি রদ্রিগেজ জাতীয় প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি এই অভিযানের কড়া নিন্দা জানিয়ে একে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন,

“ভেনেজুয়েলার বিরুদ্ধে যে বলপ্রয়োগ করা হয়েছে, তা যে কোনো দেশের বিরুদ্ধেই করা যেতে পারে। এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে লাতিন আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

কে এই ডেলসি রদ্রিগেজ?

৫৬ বছর বয়সী ডেলসি রদ্রিগেজ কারাকাসে জন্মগ্রহণ করেন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ভেনেজুয়েলা থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের রাজনৈতিক আদর্শ ‘চাভিসমো’-র একজন প্রভাবশালী মুখ এবং দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতার কেন্দ্রেই রয়েছেন।

তার ভাই জর্জ রদ্রিগেজ বর্তমানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের স্পিকার। ডেলসি রদ্রিগেজ এর আগে তথ্য ও যোগাযোগমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সাংবিধানিক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক মঞ্চে তিনি বরাবরই মাদুরো সরকারের কঠোর অবস্থানের পক্ষে সোচ্চার ছিলেন।

২০১৮ সালে মাদুরোর দ্বিতীয় মেয়াদে তিনি ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং সাম্প্রতিক সময়ে অর্থনীতি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছিলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার সম্ভাবনা?

মাদুরো আটক হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডেলসি রদ্রিগেজের যোগাযোগ হয়েছে এবং তিনি নাকি ‘সহযোগিতার আগ্রহ’ দেখিয়েছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, ডেলসি রদ্রিগেজ কখনোই যুক্তরাষ্ট্রপন্থী বা নমনীয় রাজনীতিক নন। বরং তিনি মাদুরো প্রশাসনের অন্যতম কট্টর ও শক্তিশালী স্তম্ভ।

এদিকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন—

“এই দেশের একমাত্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন।

 ভেনেজুয়েলার সামনে কী?

মাদুরোর অবস্থান ও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। দেশটির বিরোধী দল ২০২৪ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ দাবি করে আগেই নতুন নেতৃত্বের দাবি তুলেছে। এই প্রেক্ষাপটে ডেলসি রদ্রিগেজের ভূমিকা আপাতত ‘অস্থায়ী হলেও অত্যন্ত প্রভাবশালী’ হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

CNN 



আপনার মূল্যবান মতামত দিন: