odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দেশের প্রভাবশালী ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়

শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান, অর্থনীতি ও ভবিষ্যৎ নীতিনির্ধারণ নিয়ে আলোচনা

odhikarpatra | প্রকাশিত: ৪ January ২০২৬ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৪ January ২০২৬ ২৩:৫৭

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
০৪ জানুয়ারি ২০২৬

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দেশের অর্থনীতি, শিল্পখাত, বিনিয়োগ পরিস্থিতি, বেসরকারি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেইন আকবরআলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীসহ দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা।

এছাড়া বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিসিআই, ডিসিসিআই, বিএপিআই, বিএবি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক নেতারাও বৈঠকে অংশ নেন।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ।

বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পখাত পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ী নেতাদের মতামত শোনাই ছিল এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য।



আপনার মূল্যবান মতামত দিন: