odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

৪ লক্ষ টাকা নিয়ে উধাও বিসস্ত কর্মচারী ফয়সাল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ April ২০১৮ ০৩:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ April ২০১৮ ০৩:৩৩

রাজধানী ইসলামপুরের কাপড় দোকানের কর্মচারী ৪ চার লক্ষ টাকা নিয়ে উধাও।***

 

রাজধানীর কোতয়ালী থানা এলাকার ১০৪ ইসলামপুর প্যারডাইস ভবনের নীচতলার গ্রামীণ প্রিন্ট দোকানের মালিক দেলোয়ার শিকদার গত বুধবার তার  দোকানের দির্ঘ দিনের বিসস্ত কর্মচারী ফয়সাল কে অন্যদিনের মত নগদ টাকা আইএফআইসি ব্যাংক ইসলামপুর শাখায় ৪ চার লক্ষ টাকা জমা দেওয়ার জন্য পাঠালে সে কর্মচারী ফয়সাল আসতে দেরী হওয়ায় তার ০১৯১১০১৯১৯৫ মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়।

পরেঐ কর্মচারীর ১৮নংআলমগঞ্জ (মিলন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় খুজ নিলে সে বাসায় ও তার পরিবার পাওয়া যায়নি।এব্যাপারে দোকান মালিক দেলোয়ার শিকদার বাদী হয়ে কোতয়ালী থানায় একটি সাধারন ডায়রী রুজু করেন।যাহার নং১৩৫ তাং৪/৪/১৮

তার দোকানের দির্ঘ দিনের বিসস্ত কর্মচারি এতগুলো টাকার লোভ সামলাতে পারেনি বলে দেলোয়ার এর অন্যান্য ব্যাবসায়ী বন্ধুরা বিষয় থানায় আবহতি করতে বললে দেলোয়ার শিকদার থানায় যায় এবং সাধারণ ডায়রি করে বলে যানায় ,পুরান ঢাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও দেলোয়ার শিকদারে র ঘনিষ্ঠ বনধু মোস্তাক আহমেদ, এরকম ঘটনায় জিডি কেন হলো এবং এ জিডি কার তত্তাবধানে যানতে চাওয়া হলে মোস্তাক বলে কেন মামলা হলো না এই বিষয় আমি বুজতে পারি না কোন অপরাধে মামলা মামলা আর কোন অপরাধে জিডি হয় এ ব্যাপারে আমি অভজ্ঞ নই,

এ ব্যাপারে এস আই মিজান কে ফোন করা হলে দারোগা মিজান যানায় কে যেন তাকে ফোন দিয়েছিল যে তার আনডারে একটি জিডি করা হয়েছে কিন্তু ,

ওছি স্যার এখন আমাকে কিছু বলে নাই এবং আমি এরকম কোন কাগজ পাই নাই, তখন তাকে প্রশ্ন করা হয় এমন ঘটনায় কি জিডি হয় কিনা কথাটি সুকৌশলে এরিয়ে দারোগা মিজান  বলে আসলে জিডি কপি হাতে পেলে জিডি কিভাবে লিখছে তা দেখে বলতে পারবো, তারপর কোর্ট থেকে ওর্ডার নিয়ে তদন্ত করবো, আবার সে এও বলে তাকে যেন এ বিষয় কে ফোনে জানিয়েছে যে বিষয় টি মিটমাট হয়ে গেছে, ফয়সালদের পক্ষ থেকে নাকি টাকা দিয়ে দিবে আর উভয় পক্ষ মিলে যাবে ।

কে ফোন করেছে দারোগা মিজানের মনে নাই বলে প্রতিবেদক কে জানিয়েছে এ বিষয় দেলোয়ার এর বন্ধু মোস্তাক কে জিজ্ঞাস করলে সে বলে এমন কোন ঘটনা ঘটে নাই পুলিশ বিষয়টি গুরুত্ত সহকারে নিচ্ছে না আপনারা যদি বিষটি গুরুত্ত সহকারে লিখেন তবে হয়ত দেলোয়ার এর কস্টার্জিত এতগুলো টাকা উদ্ধার হবে টাকার শোকে দলোয়ার অসুস্থ হয়ে পরছে, এ বিষয়ে দেলোয়ার কে ফোনে পাওয়া যায়নি

 

দোকান মালিক দেলোয়ার শিকদার বাদী হয়ে কোতয়ালী থানায় একটি সাধারন ডায়রী রুজু করেন।যাহার নং১৩৫ তাং৪/৪/১



আপনার মূল্যবান মতামত দিন: