odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আফগানিস্তানে বিস্ফোরণে ৫ বেসামরিক নাগরিক নিহত ও ৭ জন আহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ April ২০১৮ ১৭:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ April ২০১৮ ১৭:৩০

সোমবার আফগানিস্তানের হেরাত প্রদেশের সিনদান্দ জেলার একটি বাজারে বিস্ফোরণে পাঁচ বেসামরিক লোক নিহত ও ৭ জন আহত হয়েছে বলে হেরাত প্রদেশ পুলিশের মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদা সাংবাদিকদের এই কথা বলেন।
খবর সিনহুয়া’র।

  

পুলিশ কর্মকর্তা বলেন, সরকার বিরোধী কোন একটি জঙ্গি গ্রুপ বাইসাইকেলে করে বিস্ফোরক ডিভাইস বাজারের ভেতর বহন করে আনে। পরে তারা এটির বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। 
এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গ্রুপ ঘটনার দায় স্বীকার করে নি।



আপনার মূল্যবান মতামত দিন: