odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬
কংগ্রেস কর্তৃক সংসদ অচল করার প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদি উপোস করার এই সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে বিঘ্ন সৃষ্টির প্রতিবাদে বিজেপি’র সংসদ সদস্যদের সাথে নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী উপোস করবেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ April ২০১৮ ১৮:২৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ April ২০১৮ ১৮:২৪

 

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে বিঘ্ন সৃষ্টির প্রতিবাদে বিজেপি’র সংসদ সদস্যদের সাথে নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী উপোস করবেন।
খবর সিনহুয়া’র।
বিজেপি’র পক্ষে টুইট করে বলা হয়, বিরোধী দল বিশেষ করে কংগ্রেস কর্তৃক সংসদ অচল করার প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদি উপোস করার এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সে সময় মোদি স্বাভাবিক দপ্তরিক কাজ চালিয়ে যাবেন।
একই সাথে বিজিপি প্রধান অমিত শাহ কর্নাটকে উপোস করবেন। নির্বাচনি প্রচারনী কাজে তিনি বর্তমানে কর্নাটকে অবস্থান করছেন। অরপদিকে, কংগ্রেসের পক্ষে মোদিসহ বিজেপির নেতাদের উপোসকে ‘হাস্যকর’ হিসাবে অভিহিত করা হয়েছে।
কংগ্রেস মুখপাত্র রনদিপ সিং সূর্যওয়ালা বলেন, ‘মোদি সরকারের এ উপবাস হাস্যকর। বিজেপি’র উচিত হবে ২৫০ ঘন্টরও বেশি সংসদ অচল রাখার দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়া ও উপোস করা।’



আপনার মূল্যবান মতামত দিন: