odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
ট্রাম্প সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে টুইট করলে বৈরুতে রুশ রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন

সিরিয়া বেসামরিক লোকের ওপর রাসায়নিক হামলাকে কেন্দ্র করে বিদ্যমান জটিল পরিস্থিতি চলতে দিলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: জাতিসংঘ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ April ২০১৮ ২১:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ April ২০১৮ ২১:৩৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রাসায়নিক হামলার জবাবে ‘ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে’ বলে ঘোষণা দেয়ার পর জাতিসংঘ সতর্ক করল। খবর এএফপি’র

 সিরিয়ায় বেসামরিক লোকের ওপর অভিযুক্ত রাসায়নিক হামলাকে কেন্দ্র করে বিদ্যমান জটিল পরিস্থিতি চলতে দিলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে জাতিসংঘ বিশ্বের শক্তিধর দেশগুলোকে সতর্ক করেছে। 

দামেস্কের মিত্র রাশিয়া বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানায়। 
রাশিয়া সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা এই পদক্ষেপের বিরোধিতা করলে নতুন করে এই উত্তেজনা বৃদ্ধি পায়। বিশ্বের শক্তিধর দেশ দুটি এই ইস্যুতে বর্তমানে মুখোমুখি অবস্থান করছে।
এদিকে ব্রিটেনও জরুরি মন্ত্রিপরিষদ বৈঠকের প্রস্তুতি নিয়েছে।
ট্রাম্প সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে টুইট করলে বৈরুতে রুশ রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন।
তিনি সশস্ত্র শিয়া সংগঠন হিজবুল্লাহ্ পরিচালিত একটি টেলিভিশনে বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হবে। পাশাপাশি যে স্থান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে, সেখানেও পাল্টা হামলা চালানো হবে।’ 



আপনার মূল্যবান মতামত দিন: