odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
মির্জা ফখরুলকে সেতুমন্ত্রী বলেন আওয়ামী লীগের সমবেদনা আছে। দ্রুত শোক কাটিয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো।’

মির্জা ফখরুলকে ফোনে ওবায়দুল কাদের ‘কিছুদিন আগে আমার মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। মা হারানোর শোক কেমন আমি জানি।’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ April ২০১৮ ২১:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ April ২০১৮ ২১:৫৯

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান,  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, এলডিপি সভাপতি অলি আহমেদ, আ.স.ম. আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, আন্দালিভ রহমান পার্থসহ অনেকে।

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে শোক জানিয়ে মির্জা ফখরুলকে ফোন করেন ওবায়দুল কাদের।

 

 

ওবায়দুল কাদের ফোনে মির্জা ফখরুলকে সমবেদনা জানিয়ে বলেন, ‘কিছুদিন আগে আমার মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। মা হারানোর শোক কেমন আমি জানি।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আপনার (মির্জা ফখরুল) প্রতি আওয়ামী লীগের সমবেদনা আছে। দ্রুত শোক কাটিয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো।’

আপনার মাকে কোথায় সমাহিত করবেন ওবায়দুল কাদেরের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে।

 

 


আপনার মূল্যবান মতামত দিন: