odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
ব্রুকলিনের প্রস্পেক্ট পার্কে পাওয়া যায় ৬০ বছর বয়সী ডেভিড বাকেলের দেহাবশেষ

নিউ ইয়র্কের একটি পার্কে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদের সময় নিজের গায়ে আগুন লাগিয়ে প্রতিবাদ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ April ২০১৮ ১৭:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ April ২০১৮ ১৭:৫১

মৃত্যুর আগে লিখে যাওয়া সুইসাইড নোটে মি. বাকেল লিখেছেন জৈব জ্বালানি ব্যবহার করে মানবজাতি পৃথিবীর যে ক্ষতি করেছে তারই প্রতীকী প্রতিফলন হবে তার মৃত্যুতে।

Prospect Park                   ব্রুকলিনের প্রস্পেক্ট পার্কে পাওয়া যায় ৬০ বছর বয়সী ডেভিড বাকেলের দেহাবশেষ।

নিউ ইয়র্কের একটি পার্কে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদের সময় নিজের গায়ে আগুন লাগিয়ে দেন একজন বিশিষ্ট মার্কিন আইনজীবি।

ব্রুকলিনের প্রস্পেক্ট পার্কে পাওয়া যায় ৬০ বছর বয়সী ডেভিড বাকেলের দেহাবশেষ।

 

 

তিনি বলেন অধিকাংশ মানুষই এখন দূষিত বায়ু গ্রহণ করে এবং সময়ের আগেই মারা যায়।

সমকামী ও হিজড়াদের অধিকার আদায় সংক্রান্ত আইনি কার্যক্রমের জন্য খ্যাতনামা ছিলেন মি. বাকেল। পরে তিনি একাধিক পরিবেশবাদী সংঘের সাথে কাজ করেছেন।

"আবহাওয়ার সব উপাদানের মধ্যে দিয়ে দূষণ ছড়িয়ে পরে আমাদের গ্রহ ধ্বংসের পথে যাচ্ছে," সুইসাইড নোটে লিখেছেন এই আইনজীবি, যা নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় উঠে এসেছে।

পত্রিকাটি জানিয়েছে তাঁর দেহ খুঁজে পাওয়ার আগে একাধিক সংবাদ সংস্থার কাছে এই নোটটি মেইল করে পাঠানো হয়েছে।

তিনি বলেন' "আমরা আমাদের কত বড় ক্ষতি করছি তা জৈব জ্বালানি দিয়ে আমার অকাল মৃত্যুর মাধ্যমে প্রতিফলিত হবে।"

"এটি নতুন নয়, যেসব অন্যায়ের প্রতিবাদ করার আর কোনো পথ খোলা থাকে না সেসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এর আগেও অনেকে নিজেদের জীবন উৎসর্গ করেছেন," মি. বাকেলের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ।

bbc

 


আপনার মূল্যবান মতামত দিন: