odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
নিজ নির্বাচনী এলাকার বাইরের নৌকার ভোট চান এমিলি

মুন্সীগঞ্জ ২ এর সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি নৌকার ভোট চেয়ে ব্যাস্ত সময়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ April ২০১৮ ২৩:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ April ২০১৮ ২৩:৩৮

আজ ২১ শে এপ্রিল রোজ শনিবার দুপুরে কেরানীগঞ্জে একটি সামাজিক অনুষ্ঠান মুন্সীগঞ্জ ২ এর সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির নির্বাচনিয় এলাকার এক কর্মীর বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন এবং উক্ত বিবাহ অনুষ্ঠান শেষে,

এলাকার লোকজনের কুশলাদী জিজ্ঞাসা করেন, তারপর কেরানীগঞ্জ এলাকার গন্যমান্য লোকদের পরামর্শ ক্রমে উক্ত এলাকাজুড়ে সর্বস্তরের জন সধারনের কাছে শেখ হাসিনার জন্য দোয়া ও নৈাকা মার্কায় ভোট চেয়ে গণ সংযোগ করেন মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

তার কাছে আগামী একাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কা জয়জুক্ত করবে বলে কথাদেন

কেরানীগঞ্জ ব্যবসায়ীক সমিতির 

সভাপতি জনাব মোঃ আজিজ শেখ, ও

সাধারণ সম্পাদক জনাব বাচ্ছু মিয়া, -

বিশিষ্ট ব্যাবসায়ী জনাব শাহীন ও

আওয়ামীলীগ নেতা: জনাব মোঃ স্বাধীন শেখ ও আবুল বাশার।

 



আপনার মূল্যবান মতামত দিন: