odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৯

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে শক্তিশালী ভূমিকম্পের পর নতুন করে অগ্ন্যুৎপাত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ May ২০১৮ ১৮:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ May ২০১৮ ১৮:০৫

 

 যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটা

র স্কেলে এর তীব্রতা ছিল ৬.৯। ভূমিকম্পটির প্রভাবে সেখানে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রাকৃতিক এই দুর্যোগের কারণে কাছের আবাসিক এলাকাগুলো হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে আশপাশের আবাসিক এলাকাগুলোর কাছে লাভা উদগিরণ শুরু হয়েছে। এতে আতঙ্কিত কয়েকশ’ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩২ মিনিটে ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কিলাউয়েয়া আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্তে। দ্বীপটিতে একের পর এক ভূমিকম্প আঘাত হানায় সেখানে বৃহস্পতিবার প্রথম অগ্যœুৎপাত শুরু হয়।
ইউএসজিএস টুইটারে ওই বিবৃতিতে আরো জানায়, ‘১৯৭৫ সালে যে স্থানে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, প্রায় সেই একই স্থানে ভূমিকম্পটি আঘাত হেনেছে।’
এই ভূমিকম্পে দুই জনের মৃত্যু ও ২৮ জন আহত হয়েছে।
শুক্রবার ভোরে ৫.৭ মাত্রার অপর একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তারা আরো ভূমিকম্পের আশঙ্কা করছে।
ভূমিকম্পটির প্রভাবে কিলাউয়া আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ ঘটেছে। দ্বীপটিতে যে পাঁচটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, এটি তার অন্যতম।
লিলানি এসস্টাটেস ও লানিপুনা গার্ডেনস এলাকায় রাস্তার ফাটল দিয়ে গলিত উত্তপ্ত লাভা উদগিরণ হতে পারে।
বৃহস্পতিবার এলাকাদুটির বাসিন্দাদের অন্যত্র চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে।
ওই অঞ্চলে প্রায় ১ হাজার ৭শ’ লোকের বাস এবং ৭৭০টি স্থাপনা ও অবকাঠামো রয়েছে।
এই অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষের বাসস্থান প্রাকৃতিক দুর্যোগটিতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের অগ্ন্যুৎপাতে কেউ আহত না হলেও কয়েকটি বাড়িঘর ধ্বংস অথবা ব্যাপক ক্ষতি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: