odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পাকিস্তানে বেলুচিস্তানে শনিবার দুটি কয়লাখনি ধসে নিহত ১৮, আহত ১৩

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ May ২০১৮ ২১:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ May ২০১৮ ২১:০৫

 

 পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে শনিবার দুটি কয়লা খনি ধসে অন্তত ১৮ জন নিহত ও আরো ১৩ জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে মারওয়া এলাকার পীর ইসমাইলের একটি কয়লাখনিতে প্রথম দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া’র।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এর উদ্ধারকারী ও বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে ১৬ জন শ্রমিকের লাশ উদ্ধার করেছে।
কর্মকর্তারা বলেন, খনির ভিতরে আরো অন্তত ৫ জন আটকা পড়ে আছে, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে কোয়েটার কাছে মারগিত এলাকায় গ্যাস বিস্ফোরণে একটি কয়লা খনি ধসে দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মারগিত হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের কর্মকর্তারা বলেন, আহতদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। অবস্থার অবনতি ঘটায় চার জনকে কোয়েটার সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অধিকাংশ শ্রমিকের বাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার একটি গ্রামে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: