odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জি২জি চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাজ্যের মধ্যে সামরিক পরিবহন বিমান ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ May ২০১৮ ১৮:৫২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ May ২০১৮ ১৮:৫২

 

 জি২জি চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাজ্যের মধ্যে ২টি সি-১৩০জে এমকে৫ মিলিটারী পরিবহন বিমান ক্রয় সংক্রান্ত চুক্তি আজ বৃহস্পতিবার বিমান বাহিনীর সদর দপ্তরে স্বাক্ষরিত হয়েছে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক এবং যুক্তরাজ্যের ডিফেন্স ইকুইপমেন্ট সেলস অথরিটি(ডিইএসএ) এবং মার্শাল এরোস্পেস ডিফেন্স গ্রুপ(এমএডিজি) এর পক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেক চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের দুতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে বিমান বাহিনীতে যুক্তরাজ্যের তৈরী সি-১৩০জে এমকে৫ মিলিটারী পরিবহন বিমান সংযোজনের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই অত্যাধুনিক পরিবহন বিমানটি বর্তমানে বিশে^র ১৭টি উন্নত দেশে পরিচালিত হচ্ছে। বিমান বাহিনীতে সি-১৩০জে পরিবহন বিমান সংযোজিত হলে দেশের ভাবমূর্তিসহ বিমান পরিবহন সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: