odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

ডা. নুসরাতের চিকিৎসার জন্য ১ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

Admin 1 | প্রকাশিত: ১৬ March ২০১৭ ০৬:০৭

Admin 1
প্রকাশিত: ১৬ March ২০১৭ ০৬:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসানের স্ত্রী ডা. সাবরিনা নুসরাতের চিকিৎসার জন্য ১ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর কার্যালয়ে ডা. নুসরাতের কাছে উক্ত টাকার একটি চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন।
ডা. নুসরাত ২০১৬ সালের ১৯ অক্টোবর রাজধানীর হোটেল রেডিসন ব্লু হোটেলে একটি ওর্য়াকশপে যোগ দিতে যাওয়ার সময়ে হোটেলটির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তিনি তার মুখ, মাথা ও ব্রেনে আঘাত পান। তাকে সঙ্গে সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৮ অক্টোবর চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী এর আগে তার চিকিৎসার জন্য তাঁর কল্যাণ ও চিকিৎসা তহবিল থেকে ২০ লাখ টাকা প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন: