odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

তুরস্কে জারি করা জরুরি অবস্থা নির্বাচনের পর তুলে নিচ্ছেন এরদোগান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ June ২০১৮ ১৮:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ June ২০১৮ ১৮:২৮

 

 তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বৃস্পতিবার বলেছেন, এ মাসের নির্বাচনের পর দেশটিতে জারি করা জরুরি অবস্থা তুলে নেয়া হতে পারে। দুই বছর আগে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এটি জারি করা হয়। খবর এএফপি’র।
এ তুর্কি নেতা এর আগে জোর দিয়ে বলেছিলেন যে দেশ থেকে ‘সন্ত্রাসী’ হুমকি সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত তিনি জরুরি অবস্থা তুলে নেবেন না। আগামী ২৪ জুনের প্রেসিডেন্ট ও আইন সভা নির্বাচনে এরদোগানকে বিরোধী দলের শক্ত প্রতিদ্বন্দ্বীতা মোকাবেলা করতে হচ্ছে।
বৃহস্পতিবার রাতে টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে এরদোগান বলেন, ‘এ নির্বাচনের পর আমরা জরুরি অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এটি তুলে নেয়া হতে পারে।’
এ মাসের গোড়ার দিকে সরকারের এক মন্ত্রী বলেন, এরদোগানকে ক্ষমতাচ্যুত করার লক্ষে ঘটানো ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ২ হাজারের বেশী লোককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে তুর্কি আদালত।



আপনার মূল্যবান মতামত দিন: