odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পরমাণু নিরস্ত্রীকরণ অবশ্যই দ্রুততার সাথে শেষ করতে হবে : পম্পেও

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ June ২০১৮ ১৭:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ June ২০১৮ ১৭:৪৫

 

 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে এমনটা পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উন উপলব্ধি করতে পেরেছেন। এ প্রক্রিয়া পুরোপুরি শেষ না করা পর্যন্ত আরোপিত নিষেধাজ্ঞা থেকে পিয়ংইয়ং কোন পরিত্রাণ পাবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। খবর এএফপি’র।
পম্পেও বলেন, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠকের বিষয়ে এক যৌথ বিবৃতির পর তিনি একথা বললেন। এদিকে এ গুরুত্বপূর্ণ ইস্যুর ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না থাকায় এর সমালোচনা করা হয়।
পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে উত্তর কোরিয়ার প্রচেষ্টার ব্যাপারে পম্পেও বলেন, ‘অবশ্যই দ্রুততার সাথে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শেষ করতে হবে পিয়ংইয়ংয়ের নেতা এমনটা উপলব্ধি করতে পেরেছেন বলে আমরা মনেকরি।’
মঙ্গলবারের এ ঐতিহাসিক বৈঠকের বিষয় দক্ষিণ কোরিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে জানাতে ওয়াশিংটনের এ শীর্ষ কূটনীতিক বর্তমানে সিউলে রয়েছেন।
সিউলে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য পম্পেও’র বেইজিং যাওয়ার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: