odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
কানাডার টরেন্টো বিশবিদ্যালয়ে একটি ক্যাম্পাস ড,আওলাদের দুইমেয়ে

আওয়ামীলীগ সভাপতির ব্যাক্তিগত সহ কারির দুই মেয়ের গ্রাজুয়েশন সিরিমনি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৭ June ২০১৮ ০৬:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৭ June ২০১৮ ০৬:০৯

আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ব্যাক্তিগত সহ কারি ড. আওলাদ হোসেনের দুই কন্যা, কানাডার ইউনিভার্সিটি অফ টরেন্টো এর সেন্ট জর্জ ক্যামপাশের,কনভোকেশন হল এ U অফ T চেনছলর ও গ্রাজুয়েট এর আংশগ্রহনে অনুষ্ঠিত হয়, এর জন্য ড. আওলাদ ও মিসেস আওলাদ গর্বিত তারা তাদের দুই কন্যার জন্য দেশবাসী র প্রতি অনুরোধ জানিয়ছন। নিচে ড, আওলাদের দেওয়া ফেসবুক স্যাটাটাস হুবুহু তুলে ধরা হলো

আজ আমাদের বড় মেয়ে সামসুন বিনতে হোসেন রাইয়ার Graduation Ceremony অনুষ্ঠিত হয়েছে। University of Toronto এর St. George Campus এর Covocation Hall এ U of T এর Chancellor, গ্রাজুয়েটদের অভিভাবকসহ অনেক বরেন্য শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। আমরা গর্বিত। আমাদের দুই মেয়ে রাইয়া ও রামিসার জন্য দোয়া প্রার্থনা করছি।



আপনার মূল্যবান মতামত দিন: