odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ম্যাক্রোনের সঙ্গে বৈঠকে বসছেন স্পেনের নতুন প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ June ২০১৮ ১৯:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ June ২০১৮ ১৯:৪৫

 

 স্পেনের নতুন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সঙ্গে এক বৈঠকে মিলিত হতে শনিবার প্যারিসের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। এই বিদেশ সফরে তার জার্মানী ও পর্তুগালেও যাওয়ার পরিকল্পনা রয়েছে।
২ জুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো টেলিভিশনে সাক্ষাৎকারে সোমবার সোশালিস্ট পার্টির নেতা তার প্রথম রাষ্ট্রীয় সফর মরক্কোতে হতে পারে বলে ঘোষণা দিয়েছেন। এটি সম্ভবত বছরের দ্বিতীয় ভাগে হবে।
ঐতিহ্যগতভাবে স্পেনের নতুন নেতারা প্রথমে রাবাত সফর করেন।
সোমবার সানচেজ বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে আমি ইউরোপের বার্লিন, প্যারিসের সফরে যাব। তাছাড়া আমি পর্তুগালেও যাব বলে আশা করছি।’
তিনি বলেন, ‘সফরের প্রথম ভাগে আগামী শনিবার প্যারিসে আমি ফরাসী রিপাবলিক (ম্যাক্রন) এর সাথে বৈঠকে বসব।’



আপনার মূল্যবান মতামত দিন: