odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

গাজায় সীমান্তে বিক্ষোভকারী আহত কিশোর মারা গেছে

gazi anwar | প্রকাশিত: ২২ June ২০১৮ ২১:১৯

gazi anwar
প্রকাশিত: ২২ June ২০১৮ ২১:১৯

 

 

: গত মাসে গাজা সীমান্তে বিক্ষোভ চলাকালে ইসরাইলি সৈন্যদের গুলিতে গুরুতর আহত ফিলিস্তিনী কিশোর সোমবার মারা গেছে। হামাস নিয়ন্ত্রিত ভূখ-ের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বুধবার সন্ধ্যায় মোহাম্মদ গাসান আবু দাকা নামের ওই কিশোর মারা গেছে। ১৪ মে খান ইউনিসে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে সে গুরুতর আহত হয়।’
৩০ মার্চ গাজা সীমান্তে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৩ ফিলিস্তিনী নিহত হয়েছেন।
এই সংঘর্ষ সহিংসতায় কোন ইসলাইলি নিহত হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: