odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

২৩ শে জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ June ২০১৮ ০০:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ June ২০১৮ ০০:৪৫

আজ ২৩ শে জুন,উপমহাদেশের প্রাচীনত্ব,গৌরব,সংগ্রাম আর সফলতার ইতিহাসে সমৃদ্ধ,রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।১৯৪৯ সালের আজকের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামীলীগ।সেই থেকে আজ অব্দী পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ বাংলার অধিকার আদায়ে,শোষন মুক্ত বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছে।যে ২৩ জুন পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল,সেই স্বাধীনতার সূর্য আবারো নতুন করে উদিত হওয়ার পবিত্র বীজ রোপিত হয়েছিল১৯৪৯ সালের ২৩ শে জুন। যখনই বাংলাদেশ আওয়ামীলীগের মূল নেতৃত্ব পিতা মুজিবের হাতে ন্যাস্ত হলো,সেদিন হতেই বাংলাদেশ আওয়ামীলীগ হয়ে উঠল বাঙালির মুক্তির ঠিকানা,পিতা মুজিব বাংলাদেশ আওয়ামীলীগেরর ঝান্ডা হাতে ঐ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে,জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাসীর মন্ঞ্চে দাড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে স্বাধীন করেছেন,এনে দিয়েছেন,লাল সবুজের রক্ত স্নাত পবিত্র পতাকা।এর পর পিতা মুজিব বিহীন বাংলায় যখনই সামরিক শাষনে জনতা পৃষ্ঠ হয়েছে,যখনই এদেশের গনতন্ত্র মুখ থুবরে পড়েছে,যখনই মানুষের অধিকার নিয়ে ছিনিমনি করা হয়েছে,তখনই বাংলাদেশ আওয়ামীলীগের ঝান্ডা হাতে পিতা মুজিবের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা গর্জে ওঠেছেন,আন্দোলন সংগ্রামে প্রতিষ্ঠা করেছেন জনতার ভোট ও ভাতের অধিকার।সুতরাং বাংলাদেশ আওয়ামীলীগ মানে মুক্তি,বাংলাদেশ আওয়ামীলীগ মানেই স্বাধীনতা আর সার্বোভৌমত্বের অতন্দ্র প্রহরী।বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই কে মুজিবিয় শুভেচ্ছা।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।জয়তু দেশরত্ন শেখ হাসিনা।
Akram Sheikh Manik,
সহ-সভাপতি,
মুন্সীগন্জ্ঞ জেলা ছাত্রলীগ।



আপনার মূল্যবান মতামত দিন: