odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
। যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর শারিলিক অবস্থা আগের থেকে ভালো

সারাবাংলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসায় আল্লাহ্‌ র রহমতে সম্রাট এখন অনেকটা সুস্থ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ June ২০১৮ ১৯:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ June ২০১৮ ১৯:৫৬

সারাবাংলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসায় আল্লাহ্‌ র রহমতে সম্রাট এখন অনেকটা সুস্থ। যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর শারিলিক অবস্থা আগের থেকে ভালো।
ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর সভাপতি কিন্তু ঢাকা মহানগর এর বাইরে সারা দেশব্যাপী শুধু যুবলীগ ই নয় সাধারন মানুষের মনের গভীরতম স্থানে জায়গা করে নিয়েছে তা বুঝাগেল গত বুধবার যখন রাজধানির একটি হাসপাতালে তার মা'কে দেখতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সংগঠন ও তার পরিবারের পক্ষ হতে ইসমাইল চৌধুরী সম্রাট এর জন্য দোয়া চাওয়া হয় তখন ঢাকা শহরের প্রতিটি মসজিদ তো বটেই বাংলাদেশের সবকটি জেলা এমনি বাংলাদেশর বাইরেও সম্রাট এর জন্য মহান আল্লাহ্‌ র কাছে দোয়া চাওয়া হয়, মহান আল্লাহ্‌ অশেষ কৃপায় সে আনেকটা সুস্থ তার এই সুস্থতার জানান দেয় তার স্নেহস্পদ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকি নাজমুল আলম ফেসবুকে সেল্ফি পোসট করে,
এই ছবি দেখে নেতা কর্মীদের মাঝে সস্থির অবস্থা দেখা গেছে,
সম্রাট দেশবাসী ও তার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তার মায়ের সুস্থতারর জন্য দোয়া চেয়েছেন



আপনার মূল্যবান মতামত দিন: