odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ইসহাক সরকার আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ July ২০১৮ ১৩:৩২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ July ২০১৮ ১৩:৩২

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রবিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর  নিকুঞ্জ থেকে তাকে আটক করা হয়।
 
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অবিলম্বে ইসহাক সরকারকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানান।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিকুঞ্জ থেকে বনানী আসার পথে একটি মাইক্রোবাসে এসে ডিবি পরিচয়ে ইসহাককে আটক করে। তাকে গাড়িতে তুলে নিয়ে কূড়িল ফ্লাইওভার দিয়ে পূর্বাচলের দিকে নিয়ে যাওয়া হয়।
 
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, বিষয়টি তাদের জানা নেই।


আপনার মূল্যবান মতামত দিন: