odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

থাইল্যান্ডে গুহায় আটকে থাকা শেষ পাঁচ কিশোরকে উদ্ধার করা হচ্ছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ July ২০১৮ ২১:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ July ২০১৮ ২১:৪২

 

থাইল্যান্ডের গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলের অবশিষ্ট পাঁচ সদস্যকে মঙ্গলবার উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকারী দলের নেতৃত্বে তারা বেরিয়ে আসবে। খবর এএফপি’র।
উদ্ধারকারী দলের প্রধান নরনগাসক ওসটানাকর্ন বলেন, গুহায় আটকে থাকা অবশিষ্ট চার কিশোর এবং তাদের পঁচিশ বছর বয়সের কোচকে আজ উদ্ধার করা হচেছ।
নরনগাসক বলেন, থাম লয়াং গুহায়ার ভিতরে আটকে পড়া কিশোরদের সঙ্গে একজন ডাক্তার ও নৌবাহিনীর যে তিন সদস্য অবস্থান করছিল, তারাও এক সঙ্গে বের হয়ে আসবে।
গত দুই দিনের অভিযানে আট কিশোরকে উদ্ধার করা হয়েছে, যাদের বয়স বার থেকে ষোল বছরের মধ্যে।
সোমাবার নয় ঘন্টাব্যাপী অভিযান শেষে সন্ধ্যার আগে গুহা থেকে উদ্ধারের পর চার কিশোরকে দ্রুত চিয়াং রাই হাসপাতালে নেয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: