odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সরকারের নিয়ন্ত্রণে নিকারাগুয়ায় বিরোধীদের শক্তঘাঁটি 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৮ July ২০১৮ ১৫:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৮ July ২০১৮ ১৫:২১

 

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগার অনুগত সৈন্যরা দেশটির সরকার বিরোধীদের শক্তঘাঁটি মাসাইয়া শহর দখলে নিয়েছে বলে সরকার মঙ্গলবার দাবি করেছে।
তাছাড়া পাশ্ববর্তী মনিমবো শহর দখলের সময় সহিংস ঘটনায় একজন পুলিশসদস্যসহ দু’জন প্রাণ হারায়।
খবর এএফপি’র।
পুলিশ ও সরকারি আধা-সামরিক বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে মাসাইয়া ও মনিমবো শহরে অভিযান পরিচালনা করে।
সরকারি ওয়েবসাইটে দাবি করা হয়, ‘মাসাইয়া ও মনিমবো শহর দু’টি অবরোধকারীদের থেকে এখন মুক্ত। জনসাধারন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।’
দেশটির মানবাধিকার সংস্থা এসোসিয়েশন অব হিউম্যান রাইটস সম্পাদক এলভারো লেইবা বলেন, ‘প্রেসিডেন্ট ওর্তেগার অনুগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ও শক্তি প্রয়োগ করে শহর দু’টি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।’
মনিমবো শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে সরকারী নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদেরকে প্রবেশ করতে দেয়নি।
গত সপ্তাহে ওর্তেগার পদত্যাগের দাবিতে ছাত্ররা শহর দু’টিতে ব্যাপক বিক্ষোভ করে আসছিলো।



আপনার মূল্যবান মতামত দিন: