odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

এরদোগানের প্রতি ট্রাম্পের আহ্বান তুরস্কে বন্দি মার্কিন যাজককে মুক্তি দিতে 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ July ২০১৮ ২২:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ July ২০১৮ ২২:১৯

 

তুরস্কে বন্দি যুক্তরাষ্ট্রের এক ধর্ম যাজককে মুক্তি দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার প্রেসিডেন্ট রিসেপ এরদোগানের প্রতি আহ্বান জানিয়েছেন। টুইটারে দেয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর এএফপি’র।
ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘সম্মানিত মার্কিন ধর্ম যাজক অ্যান্ড্রিউ ব্রুনসনকে কারাগার থেকে তুরস্কের ছেড়ে না দেয়া হবে সম্পূর্ণ অমর্যাদার কাজ। তিনি দীর্ঘদিন ধরে দেশটিতে বন্দি রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘ধর্ম যাজক ব্রুনসনের মতো আদর্শ স্বামী এবং সন্তানের পিতা হিসেবে তাকে মুক্তি দিতে এরদোগানের কিছু করা উচিত। তিনি কোন দোষ করেননি এবং তাকে ছাড়া তার পরিবারকে একটা অসহায় অবস্থার মধ্যদিয়ে দিন কাটাতে হচ্ছে।’



আপনার মূল্যবান মতামত দিন: