odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

মিয়ানমারে ৮ বিচ্ছিন্নতাবাদী ট্রাক গিরিখাদে পড়ে  নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ July ২০১৮ ২০:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ July ২০১৮ ২০:৩১

 

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি ট্রাক গিরিখাদে পড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি’র (টিএনএলএ) আট সদস্য নিহত হয়েছে। খবর সিনহুয়া’র।
উত্তরাঞ্চলীয় শান রাজ্যের নামখাম এলাকায় গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তা’আং এর সংঘর্ষ হয়।
শুক্রবার মিয়ানমার সংবাদ সংস্থা জানায়, ট্রাকের এগার আরোহীর মধ্যে তিন নারীসহ আটজনের মৃতদেহ পাওয়া গেছে। এ সময় ট্রাক থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
দুর্ঘটনার সময় ট্রাকের মালিক ও আরো তিনজন ছিল। বিচ্ছিন্নতাবাদীরা নামখাম থেকে সামরিক রসদ নিয়ে যাচ্ছিল।
ট্রাকের মালিক ও অপর একজনকে আহত অবস্থায় নিকটতম একটি হাসপাতালে নেয়া হয়েছে।
মিয়ানমার সরকারের সঙ্গে অস্ত্র বিরতির ঐকমত্যে আসা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর জোটে (এনসিএ) না আসা সংগঠনগুলোর একটি হলো টিএনএলএ।



আপনার মূল্যবান মতামত দিন: