odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত ৩৩

Admin 1 | প্রকাশিত: ২৩ March ২০১৭ ০৪:৩৮

Admin 1
প্রকাশিত: ২৩ March ২০১৭ ০৪:৩৮

সিরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের দখলকৃত একটি শহরের কাছের এই স্কুলটিতে গৃহহীনরা অবস্থান করছিল। বুধবার একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানায়।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘মঙ্গলবার ভোরে ’ইসলামিক স্টেট জিহাদিদের দখলকৃত রাকা প্রদেশের উত্তরাঞ্চলীয় আল-মানসুরা শহরের দক্ষিণে এই হামলা চালানো হয়েছে।’
পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি এই হামলায় ৩৩ বেসামরিক লোক নিহত হয়েছে। এরা রাকা, আলেপ্পো ও হোমসের বাসিন্দা।’
তিনি আরো বলেন, ‘এখনো ধ্বংসস্তুপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো বলেছে, ‘যে স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে সেখানে প্রায় ৫০টি বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল।’



আপনার মূল্যবান মতামত দিন: