odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
সাবেক আইনজীবী

সাবেক ব্যক্তিগত আইন কর্মকর্তা বলেছে রাশিয়ার সঙ্গে বৈঠক সম্পর্কে ট্রাম্প আগেই জানতেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ July ২০১৮ ১৬:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ July ২০১৮ ১৬:১৮

ওয়াশিংটন,  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সাবেক ব্যক্তিগত আইন কর্মকর্তা বলেছেন ২০১৬ সালের জুনে রাশিয়ার সঙ্গে বৈঠক সম্পর্কে ট্রাম্প আগেই জানতেন। রাশিয়ানরা চেয়েছিল নির্বাচনের ময়দানে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে যেন ট্রাম্পের কাদা ছোড়াছুড়ি হয়। খবর এএফপি’র।
২০১৬ সালের ৯ জুন ট্রাম্পের মেয়ের জামাই জেরিড কুশনার, পুত্র ডোনাল্ড জুনিয়র, নির্বাচনী শীর্ষ কর্তা পাওল ম্যানাফোর্ট নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে রাশিয়ার আইনজীবী নাতালিয়া ভেসিলেনিটাসকায়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাশিয়ার সরকারের পক্ষ থেকে তথ্য প্রদানের প্রস্তাব করা হয়েছিল।
২০১৭ সালের জুনে হওয়া ওই বৈঠককের খবর ছড়িয়ে যাওয়ার পরে ট্রাম্প, তার পুত্র, তার আইনজীবীসহ প্রশাসনিক কর্মকর্তারা বার বার এটি নাকচ করে আসছিল।
সিএনএন ও এনবিসি জানায়, ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহিনের উপস্থিতিতে ট্রাম্প পুত্র তার পিতাকে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব করেন এবং ট্রাম্প তাতে সম্মতি দেয়।
যদিও সিএনএন বলছে উপস্থাপিত অডিও রেকর্ডটির প্রমাণ পর্যাপ্ত নয়।



আপনার মূল্যবান মতামত দিন: