odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

বিয়ের গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ভিয়েতনামে  ১৩ জন নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ July ২০১৮ ১২:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ July ২০১৮ ১২:৩৫

 

ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কুয়াং নম প্রদেশে সোমবার বর ও তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বহন করা একটি গাড়ির সাথে একটি কন্টেইনার ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ১৩ জন নিহত ও চারজন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
কুয়াং নম কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় অনলাইন সংবাদপত্র ভিএনএক্সপ্রেস জানায়, এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বরসহ ১০ জন নিহত হয়। পরে হাসপাতালে আরো তিনজন মারা যায়।
বরের জন্মস্থান কুয়াং ত্রি প্রদেশ থেকে মোট ১৭ জনকে নিয়ে গাড়িটি বিন দিন প্রদেশে কন্যার বাড়ির দিকে যাচ্ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: