odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বেসরকারি ভাবে বরিশাল, রাজশাহী আওয়ামীলীগ এবং সিলেটে বি এন পি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ July ২০১৮ ০২:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ July ২০১৮ ০২:৩০

রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন যথাক্রমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এদিকে সিলেটে বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক এগিয়ে রয়েছেন।
 
রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে প্রার্থীদের পোলিং এজেন্ট সূত্রে বেসরকারি ফলাফল পাওয়া যায়।
 
রাসিকের ১৩৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে লিটন পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।
 
বরিশাল: ১০৭ কে‌ন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পেয়েছেন ১০৭৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩১৩৫ ভোট। তাই বিপুল ভোটের ব্যবধানে নতুন মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
 
সিলেটে বিএনপি এগিয়ে: এদিকে সর্বশেষ ১২৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হকের প্রাপ্ত ভোট ৮৩ হাজার ৬৪৯। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরানের ভোট ৮০ হাজার ৪০৩ ভোট।


আপনার মূল্যবান মতামত দিন: