odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উদ্যোগ নিয়েছেন : ওবায়দুল কাদের

gazi anwar | প্রকাশিত: ১ August ২০১৮ ২২:৪৫

gazi anwar
প্রকাশিত: ১ August ২০১৮ ২২:৪৫

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কপথে শৃঙ্খলা ফেরাতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উদ্যোগ গ্রহণ করেছেন।
কাদের বলেন, তিনি (প্রধানমন্ত্রী) সড়কপথে শৃঙ্খলা ফেরাতে নির্দেশ দিয়েছেন। আর তাই সড়কে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও দুর্ঘটনা ঠেকাতে এবং যানজট নিয়ন্ত্রনে আনার জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে ‘সড়ক পরিবহন আইন’ অনুমোদন করা হচ্ছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর সেতুভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা আশা করি সড়ক পরিবহন আইন সংসদে পাশ হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী কাদের বলেন, আইন পাশ করলে আমরা তা বাস্তবায়ন করতে পারব। এক্ষেত্রে আমরা শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চাইব।
পরিবহন মালিকদের রাস্তায় বাস না নামানোর বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ক্ষয়-ক্ষতির আশঙ্কা থেকেই তারা রাস্তায় বাস নামাননি।
এ সময় তিনি শিক্ষার্থীদের শান্ত হয়ে ক্লাশে ফিরে যাওয়ার জন্যও আহবান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: