odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

প্রধানমন্ত্রী রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজকে ৫টি বাস দিলেন 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ August ২০১৮ ১৬:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ August ২০১৮ ১৬:১৭

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শহীদ বীর বিক্রম রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজকে ৫টি বাস উপহার দিয়েছেন।
প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া আজ সকালে এক অনাড়ন্বর অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের কাছে বাসগুলো হস্তান্তর করেন।
ক্যান্টনমেন্ট পাবলিক এন্ড বোর্ড স্কুলস এন্ড কলেজেস অব ঢাকা রিজিওন চিফ প্যাট্রন এবং লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বাসগুলোর চাবি গ্রহন করেন।
বাসগুলোর মধ্যে একটি ডাবল ডেকার, তিনটি সিঙ্গেল ডেক এবং একটি ৩০ সিটের মিনিবাস।
কলেজের প্রিন্সিপাল নুর নাহার ইয়াসমিন, অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কলেজকে ৫টি বাস উপহার দেয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ২৯ জুলাই এয়ারপোর্ট রোডে জাবালে নূর পরিবহনের একটি বাস একই কোম্পানীর অন্য আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ভিড়ের ওপর উঠে যায়, এতে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হয়।
দিয়া ও রাজিবের পরিবার বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যলয়ে সাক্ষাত করেন। প্রধানমন্ত্রী তাদের পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্রের সার্টিফিকেট প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন: