odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সন্ত্রাসের কাছে ব্রিটেন হার মানবে না: টেরেসা মে

Admin 1 | প্রকাশিত: ২৪ March ২০১৭ ০৫:৫৪

Admin 1
প্রকাশিত: ২৪ March ২০১৭ ০৫:৫৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের কাছে গুলি এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের কাছে সন্ত্রাসী হামলাকে অসুস্থ ও বিকৃতি রুচির অভিহিত করে নিন্দা জানিয়েছেন।
সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে জরুরি কোবরা সিকিউরিটি মিটিং শেষে ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিং-এ মিজ মে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের মত মূল্যবোধ চর্চা করে বিশ্বের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছে।
যারা এই মূল্যবোধ প্রত্যাখ্যান করেছে, তাদের কাছে ব্রিটিশ পার্লামেন্ট অবশ্যই একটি টার্গেটে পরিণত হয়েছে।
কিন্তু সন্ত্রাসের কাছে ব্রিটেন হার মানবে না, প্রত্যয় ব্যক্ত করে মিজ মে বলেন, বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে পার্লমেন্ট ধিবেশন বসবে।
তিনি বলেন, ‘লন্ডনের বাসিন্দারা ‘স্বাভাবিকভাবে নিজেদের দৈনন্দিন কাজকর্ম সারবেন এবং শহরে বেড়াতে আসা পর্যটকেরাও স্বাভাবিক নিয়মে যা করছিলেন এবং তাদের পরিকল্পনা মাফিক কাজ করবেন।
মিজ মে আরো বলেন, ‘ঘৃণা এবং অশুভ শক্তি ব্রিটেনকে বিভক্ত করতে পারবেনা।’
লন্ডন পুলিশ কর্তৃপক্ষ বলছে, পার্লমেন্ট ভবনের কাছে এবং ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর সন্ত্রাসী হামলায় পাঁচজন মারা গেছেন।
তাদের মধ্যে একজন পুলিশ অফিসার, একজন হামলাকারী এবং দু'জন পথচারী রয়েছেন। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, অন্তত ৪০জন আহত হয়েছে।
আহতদের মধ্যে তিনজন ফরাসী শিক্ষার্থী ও দুইজন রোমানীয় রয়েছেন।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ইতোধ্যেই সংহতি প্রকাশ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: