odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাঁশখালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার নির্মাণে জাপানি অনুদান

Admin 1 | প্রকাশিত: ২৪ March ২০১৭ ০৫:৫৭

Admin 1
প্রকাশিত: ২৪ March ২০১৭ ০৫:৫৭

জাপান সরকার বাঁশখালীতে তৃণমূল পর্যায়ে মানব নিরাপত্তা প্রকল্প নির্মাণে খান বাহাদুর ফাউন্ডেশনকে ৮৩ হাজার ২৮৯ মার্কিন ডলার মঞ্জুরি দেবে।
এ লক্ষ্যে মঙ্গলবার জাপান দূতাবাসে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাহমুদুল ইসলাম চৌধুরীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এই অনুদানে চট্টগ্রামের বাঁশখালিতে বাঁশাখালী পলিটেকনিক ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা কেন্দ্র নির্মিত হবে।
বাংলাদেশের বিপুল সংখ্যক অদক্ষ জনশক্তির মধ্যে মাত্র ৪ শতাংশ বৃত্তিমূলক প্রশিক্ষণ লাভ করে। প্রশিক্ষণের সুযোগ বঞ্চিত এই দরিদ্র ও অদক্ষ জনশক্তিকে দক্ষ করে তোলার লক্ষ্যে খান ফাউন্ডেশনকে এই অনুদান দেয়া হয়।
জাহাজ নির্মাণ শিল্পের উপযোগী ওয়েলডিং ফেব্রিকেশন ইলেকট্রিক্যাল ও নেভিগেশন পেশায় প্রতিবছর প্রায় ৪শ’ শিক্ষার্থীকে বিনামূল্যে আধুনিক প্রশিক্ষণ দেয়া হবে। এতে প্রশিক্ষণ প্রাপ্তরা সরাসরি উপকৃত হবে।
জাপান তৃণমূল পর্যায়ে আর্থ-সামাজিক নিরাপত্তা গড়ে তুলতে বিভিন্ন এনজিও’র ১৮৭টি প্রকল্পে অনুদান দিচ্ছে। এ পর্যন্ত এখাতে মোট প্রায় ১৪ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: