odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

তালেবান হামলায় আফগানিস্তানে সেনা ক্যাম্পে  ৪৫ সৈন্য নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ August ২০১৮ ২২:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ August ২০১৮ ২২:৫৯

 

 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে মঙ্গলবার গভীর রাতে তালেবান জঙ্গিরা সেনাবাহিনীর একটি শিবিরে হামলা চালায়। এতে আফগান নিরাপত্তা বাহিনীর ৪৫ সৈন্য নিহত হয়েছে।
বুধবার স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ টিভি একথা জানিয়েছে।
একজন প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মাঝরাতে কয়েকশ তালেবান জঙ্গি অতর্কিত আল্লাহুদ্দিন শিবিরে হামলা চালায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
শিবিরটি কাবুল থেকে ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই প্রদেশের বাগলান-ই-মারকাজি জেলায় অবস্থিত।
প্রতিবেদনে আরো বলা হয়, এই ঘটনায় নিহতদের মধ্যে ৩৫ সেনা সদস্য এবং ১০ জন আগফান স্থানীয় পুলিশ।
চলতি সপ্তাহে এই নিয়ে তালেবান জঙ্গিরা দ্বিতীয় বারের মতো নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালো।
সোমবার উত্তরাঞ্চলীয় ফাইয়াব প্রদেশের একটি সেনা শিবিরে তালেবান জঙ্গিদের হামলায় ১৭ আফগান সৈন্য নিহত, ১৫ জন আহত ও অপর পাঁচ জন জঙ্গিদের হাতে বন্দি হয়। জঙ্গিরা ওই শিবিরটি দখল করে নেয়।



আপনার মূল্যবান মতামত দিন: