odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইকুয়েডরে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ১৯ কলম্বিয়ান নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ August ২০১৮ ১৫:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ August ২০১৮ ১৫:৫৪

 

 

ইকুয়েডরে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৪ জনের মধ্যে ১৯ জন কলম্বিয়ার নাগরিক।
বুধবার কলম্বিয়ার সরকার দেশটির নাগরিকদের নিহতের এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির ১৪ জন নিহত নাগরিককে সনাক্ত করা হয়েছে।
নিহতদের মধ্যে চার ভেনিজুয়েলান ও দুই ইকুয়েডোর নাগকিকেও সনাক্ত করা হয়েছে।
বোগোতার এটর্নী জেনারেল-এর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘লাশগুলোর পরিচয় জানা গেলে’, কলম্বিয়ানদের লাশ দেশে নিয়ে আসা হবে।
বোগোতার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে কুইটোর কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এতে নিহত ছাড়াও ২২ জন আহত হয়েছে। আহতদের ১২ জন কলম্বিয়ার নাগরিক।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে পাশের বাড়ির ওপর সজোরে আছড়ে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন: