odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

পাকিস্তানে ইমরান খানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে  সিধু

gazi anwar | প্রকাশিত: ১৭ August ২০১৮ ২০:১৯

gazi anwar
প্রকাশিত: ১৭ August ২০১৮ ২০:১৯

 

 
পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান গেছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ভারতের নভোযাত সিং সিধু। আগমীকাল শপথ গ্রহণ করবেন খান।
পাকিস্তানে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বেশি আসনে জয় লাভ করেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। সিধু ছাড়া ভারতের সাবেক দুই অধিনায়ক সুনিল গাভাস্কার এবং কপিল দেবকেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান খান।
তবে পার্শ্ববর্তী দুই দেশের খারাপ সম্পর্কের কারণে গাভাস্কার ও কপিল আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।
পক্ষান্তরে ইমরানের পক্ষে সব সময়ই উচ্চ কন্ঠ সিধু স্বরাস্ট্র মন্ত্রণালয় ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয়কে অবগত করে শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান যান।
সিধু একজন দৃঢ় চিত্তের অধিকারী হিসেবে পাকিস্তান নতুন প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং তিনি (ইমরান) দুই দেশের সম্পর্ক জোরদারে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।


আপনার মূল্যবান মতামত দিন: