odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আইএস-এর আত্মঘাতী হামলায় ইরাকের সালাহুদিন প্রদেশে নিহত ৬

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ August ২০১৮ ১৯:৩২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ August ২০১৮ ১৯:৩২

 

ইরাকের কেন্দ্রীয় প্রদেশ সালাহুদিনে আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে মঙ্গলবার ইসলামিক স্টেট (আইএস)-এর আত্মঘাতী বোমা হামলায় পাঁচ আধাসামরিক উপজাতীয় সুন্নি যোদ্ধা ও এক সাংবাদিক নিহত হয়েছেন।

এ হামলায় একজন পার্লামেন্টসদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির প্রাদেশিক পুলিশ এ কথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত নগরীর কাছের এক গ্রামে আইএস বিরোধী ওই ঘাঁটিতে এক আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
এ হামলার ঘটনায় পাঁচ সুন্নি যোদ্ধা ও দায়িত্বপালনরত এক সাংবাদিক নিহত হন। সাবেক পার্লামেন্ট সদস্য আদনান আল-গান্নামসহ ৩০ আধাসামরিক যোদ্ধা এতে আহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: