odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬
নিহত ১ আহত ৫

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে বিস্ফোরন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ August ২০১৮ ১৭:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ August ২০১৮ ১৭:৩৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে বিস্ফোরনের ঘটনায় কমপক্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। পশ্চিম মেদিনীপুর জেলায় এই ঘটনা ঘটে। একথা জানিয়েছে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১০:০০টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
 
বিস্ফোরণের ঘটনার কিছু ছবি অনলাইনে প্রকাশ পেয়েছে। ছবিগুলোতে দেখা যায়, লোহার বাকা রড ও পাথর ছড়িয়ে আছে কার্যালয়ের সামনে। পুলিশরা প্রমাণ জোগাড়ের কাজে ব্যস্ত।
 
পুলিশ জানিয়েছে, ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। তারা ঘটনাটি নিয়ে তদন্ত করছে।
 
তদন্তের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি কোন বোমা হামলার ঘটনা না কি গ্যাস সিলিন্ডার ফেটে ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। -এনডিটিভি


আপনার মূল্যবান মতামত দিন: