odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

মিয়ানমার আদালত রয়টার্সের ২ সাংবাদিকের রায় পিছিয়ে দিয়েছে 

gazi anwar | প্রকাশিত: ২৭ August ২০১৮ ২১:০২

gazi anwar
প্রকাশিত: ২৭ August ২০১৮ ২১:০২

 

 

মিয়ানমারের একটি আদালত সোমবার রয়টার্সের দুই সাংবাদিকের রায় স্থগিত করেছে।
এক বিচারক একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিবেদন তৈরী করার সময় রাষ্ট্রীয় গোপন আইন লঙ্ঘন করার অভিযোগে তাদের বিচার হচ্ছে।
জেলা জজ খিন মাউং মাউং বলেন, ‘আগামী ৩ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করা হবে।’
এ মামলার বিচারক অসুস্থ বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: