odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল রেলযোগে উত্তরবঙ্গ সফর করবেন।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ September ২০১৮ ১৯:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ September ২০১৮ ১৯:২৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল রেলযোগে উত্তরবঙ্গ সফর করবেন।
শনিবার সকাল ৮টায় কমলাপুর রেল স্টেশন থেকে নীলসাগর আন্তঃনগর রেলযোগে নীলফামারী অভিমুখে এ রেলযাত্রা কর্মসূচি শুরু হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি যাত্রাপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেল স্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
রেলযাত্রা কর্মসূচিতে জাহাঙ্গীর কবির নানক এমপি, ড. হাছান মাহমুদ এমপি, অসীম কুমার উকিল, আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহ্্মুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও আনোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওবায়দুল কাদের এমপি’র সফরসঙ্গী হিসেবে থাকবেন



আপনার মূল্যবান মতামত দিন: