odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নাগরিক সচেতনতা প্রয়োজন।’

আগামী দু’বছরের মধ্যে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসন সম্ভব’ঃ সাঈদ খোকন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ September ২০১৮ ১৯:৩২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ September ২০১৮ ১৯:৩২

জনসাধারণ সচেতন হলে আগামী দু’বছরের মধ্যে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসন সম্ভব।’ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহম্মাদ সাঈদ খোকন আজ সোমবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘রাজধানীতে একদিনে সাড়ে ৪ হাজার গণপরিবহন নামানো সম্ভব নয়। এক কোম্পানির পক্ষে এটা কেনাও সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় দরকার হবে। তবে রাজধানীর সড়ক নিরাপদ করতে, যানজট নিরসনে এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নাগরিক সচেতনতা প্রয়োজন।’
 
তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে অনেক সড়ক দুর্ঘটনা কমে যাবে। তারা যদি নিয়ম মেনে গাড়ি পার্কিং ও ওঠানামা করেন তাহলে যানজট অনেকটা কমে আসবে।
 
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত কমিটির প্রজ্ঞাপন রবিবার জারি করে মন্ত্রণালয়। মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ১০ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়। 
 


আপনার মূল্যবান মতামত দিন: