odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সেনাপ্রধানকে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করা মন্তব্যের বিরুদ্ধে থানায় জিডি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ October ২০১৮ ১৮:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ October ২০১৮ ১৮:৫১

সেনাবাহিনীর এক কর্মকর্তা সেনাপ্রধানকে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করা মন্তব্যকে ‘অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রদ্রোহিতার শামিল’ আখ্যায়িত করে থানায় জিডি করেছেন ।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (দক্ষিণ) বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের উপ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনা সদরে দায়িত্বরত মেজর এম রকিবুল আলম গত শুক্রবার থানায় এসে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ওই জিডি করেন।

২০ অগাস্ট রাতে সময় টিভির আলোচনা অনুষ্ঠান ‘সম্পাদকীয়তে’ জাফরুল্লাহ চৌধুরী দাবি করেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যখন ‘চট্টগ্রামের জিওসি’ ছিলেন, সেখান থেকে ‘সমরাস্ত্র ও গোলাবারুদ চুরি’ যাওয়ার ঘটনায় তার ‘কোর্ট মার্শাল’ হয়েছিল।

এরপর বিষয়টি নিয়ে সেনা সদরের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: