odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

‘লাকি সেভেন’ এ অপূর্ব ও শাহ্তাজ একসঙ্গে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ October ২০১৮ ২২:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ October ২০১৮ ২২:০৯

প্রথমবার একসঙ্গে এক নাটকে অভিনয় করেছেন সময়ের অন্যতম নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নবাগত মডেল অভিনেত্রী শাহ্তাজ।নাটকের নাম ‘লাকি সেভেন’।

পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল।সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।

এমনিতেই নতুনদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করেন অপূর্ব।পাশাপাশি ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে কিছুক্ষণ রিহার্সেলও করে নেন।


শিগগিরই নাটকটি এশিয়ান টিভিতে প্রচার হবে বলে পরিচালক জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: