odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নব নির্মিত মসজিদের উদ্বোধন ও প্রথম খুৎবা অনুষ্ঠিত হয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ November ২০১৮ ২৩:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ November ২০১৮ ২৩:২২

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর ব্যবস্থাপনায় ও ঢাকা মহানগর জমঈয়তে আহলে হাদীস এর সার্বিক সহযোগীতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে নব নির্মিত মসজিদের উদ্বোধন ও প্রথম খুৎবা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফুরশাইল গ্রামে শুক্রবার বাইতুল মা’মুর জামে মসজিদে জুম’আর নামাজ পূর্বে আলোচনা সভা ও জুম’আর নামাজ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। খুৎবা পাঠ ও জুম’আর নামাজের ঈমামতি করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সেক্রেটারী জেনারেল ও ঢাকা নাজিরা বাজার মাদরাসাতুল হাদীস প্রিন্সিপাল শায়খ আবূ আব্দুলাহ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি মো. আলী হোসেন, মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, প্রভাষক নজরুল ইসলাম, পঞ্চসার আবু বক্কর সিদ্দিক (রাঃ) মসজিদের সভাপতি মো. আওলাদ হোসেন, মালখানগর জামে মসজিদ সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: