odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

বাজারে এল গ্যালাক্সি এস ৮ ও এস৮+

Admin 1 | প্রকাশিত: ৩০ March ২০১৭ ১১:২২

Admin 1
প্রকাশিত: ৩০ March ২০১৭ ১১:২২

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৮ ও এস৮+ প্রকাশ করেছে স্যামসাং। আজ বুধবার রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক অনুষ্ঠানে স্মার্টফোন দুটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি বলছে, প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন ধরনের স্মার্টফোন হিসেবে গ্যালাক্সি এস ৮ বাজারে ছাড়া হয়েছে। ব্যাটারিতে ত্রুটি থাকার ফলে গ্যালাক্সি নোট ৭ নিয়ে বেশ বিপাকে পড়েছিল প্রতিষ্ঠানটি। আর তাই নতুন স্মার্টফোন দুটি প্রকাশের সময় সে কথাই স্মরণ করিয়ে দিলেন স্যামসাংয়ের মোবাইল ব্যবসার প্রেসিডেন্ট ডিজে কোহ। তিনি বলেন, ‘নিরাপত্তায় নতুন মাইলফলক স্থাপনের মাধ্যমে আপনাদের আস্থার স্বীকৃতি স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও এস৮ +।’

৪ জিবি র‍্যামের নোগাট অপারেটিং সিস্টেমের এ ফোন দুটিতে আছে ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, যার সামনের ক্যামেরা এইট মেগাপিক্সেল। সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: